Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
No Mask No Entry
Details

মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক পরিধান বাধ্যতামূলককরণের স্থানীয় উদ্যোগ হিসাবে "আগামী ১১-১১-২০২০ খ্রিঃ তারিখ, রোজ বুধবার, দুপুর ১২.০০ টায়" এ জেলার সকল সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত অফিস/ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান/বেসরকারী সংস্থা/বিপনী বিতান/ব্যবসা প্রতিষ্ঠান/শপিংমলসহ সকল প্রতিষ্ঠান প্রধানকে স্ব স্ব অফিস/দপ্তরের সামনে নিম্নবর্ণিত উদ্ধৃতি সম্বলিত ব্যানার প্রস্তুত করতঃ সকল কর্মকর্তা/কর্মচারীকে নিয়ে ১০ (দশ) মিনিট প্রতীকী অবস্থান গ্রহণের মাধ্যমে মাস্ক ব্যবহার সংক্রান্ত প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।

 

"মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ/No Mask No Entry' অথবা 'মাস্ক পরিধান করুনসেবা নিন/Wear Mask, Get Service"

 

** সকল দপ্তর/ প্রতিষ্ঠান এই প্রতীকী অবস্থানের ছবি/ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবেন।

** ব্যানার এর পরিবর্তে সাদা কাগজে প্রিন্ট করেও কর্মসূচী পালন করা যাবে।

Attachments
Publish Date
09/08/2021
Archieve Date
22/09/2021